কৃষি বিলে কৃষকরা লাভবান হবে : প্রচারে জোর পদ্ম শিবিরের

27th September 2020 7:21 pm বাঁকুড়া
 কৃষি বিলে কৃষকরা লাভবান হবে : প্রচারে জোর পদ্ম শিবিরের


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :   'বহু প্রতিক্ষিত কৃষকদের স্বাধীন হওয়ার বিল লোকসভা ও রাজ্য সভায় পাশ হয়েছে। কৃষকরা এখন স্বাধীন, তাদের কোনভাবেই আটকানো যাবেনা'। রবিবার বাঁকুড়া শহরের মাচানতলায় আকাশ মুক্ত মঞ্চে কেন্দ্রীয় কৃষি বিলের সমর্থণে দলীয় এক সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন বিজেপি সাংসদ ডাঃ সুভাষ সরকার। এদিন তিনি আরো বলেন, কৃষকদের কোন ব্যারিকেড দিয়ে আটকানো যাবে না। আগের মতোই কৃষক তাদের উৎপাদিত দ্রব্য কৃষক বাজারে বিক্রি করতে পারবে।সঙ্গে সঙ্গে বৃহৎ কোম্পানী গুলির কাছেও কৃষক সরাসরি তার উৎপাদিত সামগ্রী বিক্রি করার সুযোগ পাবে। এতো দিন শাসক দলের ফড়ে আর দালালরা কৃষকদের কাছ থেকে কম দামে ফসল কিনে তা বিক্রি করে মুনাফা লুঠছিল। এবার এই আইনের ফলে ঐ ব্যবস্থা থেকে সাধারণ কৃষকের মুক্তি মিলবে বলে তিনি দাবি করেন।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।